ভারতের ঝাড়খণ্ডে একটি এনজিওর পাঁচ নারী কর্মীকে পথ নাটক করার সময় মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করে গণধর্ষণ করেছে দুবৃত্তরা।
মঙ্গলবার রাজ্যের প্রত্যন্ত খুন্তি জেলায় এ ঘটনা ঘটে। ওই জেলারই একটি গ্রামে নারী-পাচার নিয়ে সচেতনতা অভিযানে গিয়েছিলেন স্বেচ্ছাসেবী সংস্থাটির একটি দল।
পুলিশ বিবিসি হিন্দি সার্ভিসে জানিয়েছে, তারা পথনাটিকা করছিলে। সে সময়ই একদল দুর্বৃত্ত আচমকা সেখানে হাজির হয়ে ৫ নারীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে জোর করে গাড়িতে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
দুর্বৃত্তরা স্বেচ্ছাসেবীদের দলটিকে অনুমতি ছাড়া সরকারি প্রকল্প নিয়ে গ্রামে ঢুকার জন্য হুমকি দিয়েছে এবং অশ্রাব্য ভাষায় গালিও দিয়েছে। প্রতিবাদ করতে গেলে পুরুষ সদস্যদের মারধর করেছে। এরপরই নারী সদস্যদের ওপর চড়াও হয় তারা।
গোটা ঘটনার ভিডিও বানানো হয় বলেও অভিযোগ আছে। প্রায় চার ঘণ্টা আটকে রাখার পর সবাইকে ছেড়ে দেয়া হয়।
খুন্তি পুলিশের সুপারইনটেনডেন্ট অশ্বিনী কুমার সিনহা বলেন, আদালতে মামলার এজাহার ও জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে। আমরা অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করে যাচ্ছি। তদন্তও চলছে।