ডেস্ক নিউজ :: গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গুচ্ছগ্রামে রোববার রাতে এক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী থানায় অভিযোগ দিলে পুলিশ ধর্ষক শিমুল মোল্লাকে গ্রেফতার করে।
শিমুল মোল্লা ওই এলাকার শাহাজান মোল্লার ছেলে ও পেশায় রাজমিস্ত্রী।
সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রতিবন্ধী ওই নারীর স্বামী একজন পুড়ি বিক্রেতা। রাতে বাড়ি ফেরেন দেরি করে। রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী ঘরে ঘুমিয়ে ছিলেন। স্বামী ঘরে না থাকার সুযোগে শিমুল মোল্লা ঘরে ঢুকে স্বামী সেজে তাকে ধর্ষণ করেন। পরে ওই নারী বুঝতে পারে ওই লোক তার স্বামী নয়। রাত ১২টার দিকে তার স্বামী বাড়ি ফিরে আসলে বিষয়টি তার স্বামীকে জানায়। পরে সোমবার দুপুরে এ বিষয়ে পুলিশকে জানালে ওই ধর্ষককে গ্রেফতার করেন।
ওসি আরো জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত শিমুল মোল্লা প্রাথমিকভাবে পুলিশের কাছে এ ঘটনা স্বীকার করেছেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।