ডা: তাসনিম তামান্না হক :: আমরা নারীরা যারা নিয়মিত বাইরে কাজ করি তাদের প্রতিদিন হালকা পাতলা প্রসাধনী ব্যবহার করতেই হয়। আমি যদিও মেকআপ পছন্দ করিনা কিন্তু আমার দৈনন্দিন রুটিনে ৪টা জিনিস অবশ্যই থাকে
সানস্ক্রিন
পাউডার
কাজল বা আইলাইনার
লিপস্টিক বা লিপবাম।
এ ৪টা জিনিস আমাকে ব্যবহার করতেই হয়। সানস্ক্রিন কেন প্রয়োজনীয় সেটা তো বলার অপেক্ষাই রাখেনা। আর আমার স্কিন যেহেতু নরমাল টু অয়েলি এর মাঝে তাই সানস্ক্রিন ব্যবহারের পর পাউডার না ব্যবহার করলে আমার নিজেকে খুব গ্রিসি আর চিটচিটে মনে হয়। কাজল কেন ব্যবহার করি সেটার সাথে হয়ত অনেকেই রিলেট করতে পারবেন। ঠিকঠাক ঘুম না হলে চোখ একটু ঢুলুঢুলু হয়ে থাকে। আর তখুনই শুরু হয়ে যায় সবার হাইপোথেটিকাল আলোচনা ” অসুস্থ নাকি? মন খারাপ নাকি? বাসায় সব ঠিক আছে তো? ইত্যাদি ইত্যাদি। সো এসব গবেষণা থেকে বাচতে আর নিজেকে একটু ফ্রেশ আর ওয়েকেন আপ দেখাতেও কাজল ব্যবহার করি। লিপস্টিক আমার খুব ভালো লাগে। লিপস্টিক এর কালার কিভাবে পুরো চেহারা পালটে ফেলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে আমার। তবে রেগুলারলি আমি লিপস্টিক ব্যবহার করিনা কারণ ঠোঁট কালো হয়ে যেতে পারে আর অনেক লিপস্টিক লং লাস্টিং হয়না সো টাচ-আপ এর জন্য আমি সাথে সবসময় কালারফুল লিপ বাম ব্যবহার করি। আর বাইরে বেশি সময় থাকলে তো সানস্ক্রিন সম্রিদ্ধ লিপ বাম চাই ই চাই।
এখন আপনি হয়ত ভাবতে বসবেন কোন সানস্ক্রিন মাখবো, কিভাবে মাখবো? এসবের উত্তর বহু বহুবার এই পেইজে দিয়েছি পোস্ট আর ভিডিও আকারে তাই ওটা নিয়ে কথা বলবো না। অনেকের কমপ্লেইন থাকে সানস্ক্রিন মাখলে স্কিন তেলতেলে হয়ে যায়। তো এটার একটা কুইক টিপস দিইঃ
লুজ পাউডার ব্যবহার করুন। সানস্ক্রিন মুখে সেট হওয়ার পর লুজ পাউডার ব্যবহার করলে মুখ তেলতেলে দেখায় না আর অনেকে বলেন কম্প্যাক্ট ব্যবহার করলে ছ্যাকরা ছ্যকরা বা cakey দেখা যায় মুখ বা রোদে ঘেমে সানস্ক্রিন গলে গলে পড়ে এই প্রবলেম থেকেও লুজ পাউডার বাচাতে পারে। অয়েলি স্কিনের পোর রিফাইনিং (রোমকূপ ছোট দেখায়) এও এটি অনেক ভালো কাজ করে। রেগুলার ডে তে নিজেকে একটু পরিপাটি দেখাতে সাথে এ কয়টা জিনিস থাকলেই অনেক। যদি লুজ পাউডার এর আরও ইন্টেরেস্টিং প্রয়োগ বা কোথায় পাবেন জানতে চান তবে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে বা ইনবক্সে। চেষ্টা করবো সাহায্য করার। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা আর দিনের বেলা চড়া রোদে যারা বাড়ীমুখো হবেন তারা সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না যেন 🌄