কিরণ কুহেলী
শিখা চুপ করে থাকিসনে বোন,
বন্ধু আমি তোর, একটু মুখ খোল।
বাবা মায়ের আদরের মেয়ে,
থাকিস বোকার মত চেয়ে ;
ঘর আলো করা সুন্দরী তুই;
অনেকেই যে চায় একটু ছুঁই।
এখানেই যে বিপদ শিখা
কতদিন সামলাবি একা।
আমি পড়েছি চোখের ভাষা
বুঝেছি তোর সব হতাশা।
চেনাজানা কিছু কাছের মানুষ
দেখেছিস কেমন নোংরা ফানুস।
আর চুপ নয় নীল বেদনায়,
সচেতন হও স্বপ্নের ডানায়।
নীরবতা ভেঙে দস্যি হো একবার,
সাবধানে চল-লক্ষ্মী বোন আমার।