ব্যারিস্টার বনি জামান :: ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণার যে গুটি কয়েক বিষ আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি তার মধ্যে অন্যতম সাক্ষ্য আইন ১৮৭২ এর ১৫৫(৪) ধারা। সাক্ষ্য আইনের এই ধারাটির জন্য রেপ কেসে নারীদের হয়রানি মুলক প্রশ্নের সম্মুখীন হতে হয়, যা বর্তমান সময়ে এসে কোন ভাবে কাম্য নয়। ভারত তাদের সাক্ষ্য আইনের এই ধারাটি বাতিল করে ধারা ১৪৬(৩) এ বলে দিয়েছে যে, ভিকটিমকে তার চরিত্র নিয়ে কোন প্রশ্ন করা যাবে না। আমাদেরকে ও সাক্ষ্য আইনের এই ধারাটি বাতিল করা উচিত।