নারী অধিকার বলতে বোঝায় সকল বয়সের মেয়ে বা নারীর স্বাধীনতা। এই অধিকার হতে পারে প্রাতিষ্ঠানিক, আইনগত, ব্যক্তিগত, সামাজিক ইত্যাদি ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে এই অধিকারকে অস্বীকার করতেও দেখা যায়। নারীরা যেন সমাজে তাদের অধিকার নিয়ে চলতে পারে সেই বিষয়ক অধিকারই হচ্ছে নারীর অধিকার। নারী অধিকারের ক্ষেত্র সুনির্দিষ্ট না হলেও এগুলো মূলত সমতা ও স্বয়ংসম্পূর্ণতা কেন্দ্রিক। অর্থাৎ নারীদের পুরুষের পাশাপাশি সমান অধিকার পাওয়াকে নারীর অধিকার বলা যেতে পারে। নারীর এমই কিছু অধিকার নিচে উল্লেখ করা হলো –
ভোটদানের অধিকার অনেক দেশে নারীরা পায়না। দেশের একজন নাগরিক হিসেবে দেশ পরিচালনার বিষয়ে মত প্রকাশ করা নারীদের অন্যতম অধিকার।
অফিস-আদালতে পুরুষের সাথে একসাথে কাজকর্ম করার অধিকার নারীদের অবশ্যই পাওয়া উচিৎ।
কাজের বিনিময়ে ন্যায্য ও সমান প্রতিদান (বেতন ও অন্যান্য সুবিধাদি) পাবার অধিকার।
সম্পত্তি লাভের অধিকার।
শিক্ষা অর্জনের অধিকার।
সামরিক বাহিনীতে কাজ করার অধিকার।
আইনগত চুক্তিতে অংশগ্রহণের অধিকার।
বিয়ে সম্পর্কে নারীর মতামত দানের অধিকার।
পুরুষের পাশাপাশি নারীদের পরিবারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার।
ধর্মীয় ক্ষেত্রেও নারীদের অধিকার রয়েছে।
রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারার অধিকার।
মাতৃত্ব-অবসর লাভের অধিকার।
national emergency service 999