Save Girl :: পরিবারের অভাব ঘোচাতে চাকরির সন্ধানে বেরিয়েছিলেন এক তরুণী৷ কিন্তু চাকরির পরিবর্তে তার ওপর দিয়ে বয়ে গেছে লোমহর্ষক নির্যাতন। কোনোভাবে জীবন বাঁচিয়ে থানায় হাজির হন তিনি। অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভারতের চন্ডীগড় থানায় অভিযোগ দায়ের হলেও শুক্রবার প্রকাশ পায় ঘটনাটি। পুলিশের কাছে অভিযোগে ওই তরুণী তার ওপর ঘটে যাওয়া অত্যাচারের কথা বর্ণনা করেছেন৷
২২ বছরের ওই তরুণী চাকরি খুঁজতে বাড়ি থেকে বের হয়েছিলেন৷ এরপর তাকে একটি গেস্টহাউসে বন্দি করে ৪০ জন পুরুষের লালসার শিকার বানানো হয়৷ টানা চার দিন ধরে চলে এই অত্যাচার৷
জানা যায়, ১৫ জুলাই থেকে ১৮ জুলাই ওই গেস্টহাউসে ৪০ জন পুরুষ তাকে গণধর্ষণ করে৷ তাদের মধ্যে বেশকিছু গেস্টহাউস কর্মীও জড়িত৷
পুরো ঘটনায় ওই তরুণীর স্বামীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে৷ পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ জানিয়ে বলেছেন, ধর্ষকদের মধ্যে একজন তার স্বামীর পরিচিত৷ ওই ব্যক্তি গেস্টহাউসে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেয়৷ সে কারণেই গেস্টহাউসে যান তিনি৷