সহপাঠীদের হেল্পলাইন ১০৯ এ ফোন করে হবিগঞ্জের মাধবপুরের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলো।
রোববার (২৯ জুলাই) বিকেলে মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা ও পুলিশ সদস্যরা তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন।
জান্নাত সুলতানা জানান, সুনামগঞ্জ জেলার মাইজ বাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে ওই স্কুলছাত্রীর রোববার বিয়ের দিন ধার্য্য করা হয়। ওই স্কুলছাত্রীর সহপাঠীরা বিয়ে বন্ধের ব্যাপারে ১০৯ (ন্যাশনাল হেল্প সেন্টার) এ ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে সেখান থেকে বিয়ের ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানানো হয়।
এরপর জান্নাত সুলতানা সহ মাধবপুর থানার একদল পুলিশ বিয়ের আগ মুহূর্তে গিয়ে বিয়েটি বন্ধ করে দেন।
জান্নাত আরো জানান, বরপক্ষ ও কনেপক্ষের কাছ থেকে মুচলেকা রেখে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও ওই স্কুল ছাত্রীকে যাতে ১৮ বছরের আগে বিয়ে দেওয়া না হয় সে ব্যাপারেও তার পরিবার মুচলেকা দিয়েছে।