টানা চার ম্যাচ জিতে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়াকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
শনিবার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান করে সালমারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শামীমা।
১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬০ রানেই থেমে যায় মালয়েশিয়ার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন উইনফ্রেড দুরাসিঙ্গাম। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন ম্যাস এলিসা।
বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সালমা খাতুন, খাদিজা তুল কুবরা ও নাহিদা আকতার।
আগামী রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।